বাস্তববাদ (Realism) তত্ত্ব


আন্তর্জাতিক রাজনীতির তত্ত্বসমূহ হচ্ছে, অনেকগুলো ধারনার সমন্বয় যা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করে। বাস্তববাদ বা Realism হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। আজ সেটা নিয়েই সংক্ষেপে আলোচনা করবো।
থুকিদিদিস (Thucydides)-কে বাস্তববাদী চিন্তাধারার আদি জনক হিসেবে অভিহিত করা যায় কারন সর্বপ্রথম তার লিখিত হিস্ট্রি অব পেলোপোনেসিয়ান ওয়ার (History of the Pelopennessian War) গ্রন্থেই বাস্তববাদের কমপক্ষে চারটি পূর্বানুমান খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে ম্যাকিয়াভেলি (Niccolo Mechiavelli)ও হবস (Thomas Hobbes) বাস্তববাদী চিন্তাধারাকে আংশিকভাবে তাদের লিখিত বইয়ে তুলে ধরেন, ম্যাকিয়াভেলি লিখিত দি প্রিন্স (The Prince) ও হবস লিখিত লেভিয়াথান (Leviathan) বই দুটি বাস্তববাদ অধ্যয়নের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হিসেবে বিবেচনা করা যায়। যদিও আধুনিককালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মর্গেনথু (Hans J. Morgaenthau) লিখিত পলিটিক্স অ্যামং ন্যাশনস (Politics Among Nations) শীর্ষক পাঠ্যপুস্তকটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নে বাস্তববাদীদের জন্য বাইবেল হিসেবে পরিচিতি অর্জন করেছে।
বাস্তববাদ অনুযায়ী, মানুষ স্বভাবতই বিশৃঙ্খল। মানুষ যেহেতু বিশৃঙ্খল তাই মানুষের দ্বারা সৃষ্ট যে কোন কিছুই  অর্থাৎ রাষ্ট্রসমূহও বিশৃঙ্খল। রাষ্ট্রসমূহ তাদের নিজ নিজ অস্তিত্ব ও স্বার্থ রক্ষার খাতিরে সবসময়ই কোন না কোনভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে। বাস্তববাদের ক্ষেত্রে, রাষ্ট্রের যেকোনো মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা অর্থাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সামরিক শক্তির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। শক্তির উপর নির্ভর করে রাষ্ট্রের যাবতীয় নীতিসমূহ গৃহীত হবে এবং অন্য রাষ্ট্রের সাথে যেকোনো সমস্যা সমাধানের উপায় হবে শুধুমাত্র যুদ্ধ। রাষ্ট্র শুধুমাত্র যুক্তি ও স্বার্থ দ্বারা পরিচালিত হবে, নৈতিকতার কোন স্থান থাকবে না। রাষ্ট্র সবসময় আপেক্ষিকভাবে ক্ষমতা ও সম্পদ বৃদ্ধিতে মনযোগী থাকবে কারন ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি পেলে রাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা ও একই সাথে অন্য রাষ্ট্রসমুহের উপর প্রভাব বাড়বে। ঠাণ্ডা যুদ্ধের সময়কালে বাস্তববাদ তত্ত্ব নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়।
বর্তমান বিশ্বব্যবস্থায়ও বাস্তববাদের ব্যাপকভাবে চর্চা হচ্ছে। আমেরিকার বিশ্বজুড়ে আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচাইতে বড় উদাহরন।

Comments

  1. খুবই সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় লেখা ❤

    ReplyDelete
  2. কাঠামোগত ক্রিয়াবাদ লাগবে

    ReplyDelete
  3. ভালোই,, আরো বিস্তারিত দিলে ভাল হতো।

    ReplyDelete
  4. ধন্যবাদ লেখক কে

    ReplyDelete

Post a Comment