নগর রাষ্ট্র (City State)

বর্তমানে  Globalization  এর যুগে যদিও আমরা শব্দটার খুব একটা হাকঢাক শুনি না কিন্তু প্রাচীন সময়ে এই নগর রাষ্ট্রই (City State) ছিলো একটা বাস্তবতা।নগর রাষ্ট্র হলো রাষ্ট্র ব্যবস্থার প্রথম ধাপ।
City State এর প্রাচীন নাম ছিলো Polis(গ্রীক),কিন্তু নগররাষ্ট্র নামটি প্রসিদ্ধি পায় ১৯ শতকে।
মূলত একটি নগর ও এর আশে পাশের কিছু গ্রাম কে নিয়েই একটি রাষ্ট্র গঠিত হত যারা ছিলো স্বাধীন ও সার্বভৌম,যাদের ছিলো নিজস্ব সরকার ব্যবস্থা এবং এই নগর ই তাদের রাজনৈতিক,অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রধান কেন্দ্র।
এই নগর রাষ্ট্র কখন প্রথম আসে সেটা নিয়ে যদিও বিতর্ক রয়েছে তবুও ধরা হয়ে খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৮০০ সালের দিকে এটা প্রাচীন গ্রীস,এজিয়ান সাগর তীরবর্তী এলাকা এবং তৎকালীন পশ্চিম এশিয়া মাইনর(এশিয়া মাইনর এর বর্তমান নাম হলো তুরস্ক) তে গড়ে উঠে যখন  প্রাচীন গোত্রভিত্তিক সমাজব্যবস্থা ভেঙে যায় এবং ঐ ভিন্ন ভিন্ন গোত্রের লোকেরাই এই এলাকা গুলোতে সর্বপ্রথম  নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে । পরবর্তিতে এরাই যখন যখন জনসংখ্যায় বেড়ে যায় তখন ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের পার্শবর্তী এলাকায় নগর রাষ্ট্র গড়ে তুলে।
যেমন আমরা জানি সক্রেটিস বা প্লেটোর সময় এর কথা কিন্তু সেই সময় বর্তমান সময়ের মত জাতি রাষ্ট্র ছিলো না বরংচ তখন ছিলো নগর রাষ্ট্রের যুগ অর্থাৎ তারা তৎকালীন গ্রীসে বসবাস করতেন যেটা মূলত বিভিন্ন নগরে বিভক্ত যারা ছিলো স্বনির্ভর এবং তাদের ছিলো নিজস্ব সরকার ব্যবস্থা।
আয়তনে এই নগর রাষ্ট্র গুলো একটা পৌরসভার সমান ছিলো তবে এদের প্রত্যেকের সরকার ব্যবস্থা ছিলো এক নগর থেকে অন্য নগরে আলাদা ।যেমন এথেন্সে ছিলো Democracy আর স্পার্টায় ছিলো Oligarchy।
পরবর্তিতে তারা সাম্রাজ্যবাদের যুগে একটা সময়  তাদের নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা হারিয়ে ফেলে কিন্তু পুনরায় ১০/১১ শতকে নগর রাষ্ট্রের আবির্ভাব ঘটে। তখন ইটালি এবংস্পেনে নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা আবার ফিরে আসে।যেমন ভেনিস,আমালফি ইত্যাদি ছিল তখনকার নগররাষ্ট্র।
general assembly ছিলো এদের প্রথম রাষ্ট্র পরিচালনার অঙ্গসংগঠন যেখানে প্রথম দিকে প্রায় সকল নগরবাসী সদস্য ছিলো কিন্তু পরবর্তিতে এটা ১২ শতকের সামন্ততান্ত্রিক জমিদার এবং ধন্যাঢ্য ব্যবসায়ী দের কুক্ষিগত হয়ে যায়।
রাষ্ট্রবিজ্ঞানী নিকোলাস ম্যাকিয়াভেলীই সর্বপ্রথম এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে একত্রিক করে একটি একক জাতি রাষ্ট্র নির্মানের চিন্তা করেন।বর্তমানে ভ্যাটিকান সিটি,মোনাকো এবং সিঙ্গাপুর হলো নগর রাষ্ট্রের উদাহরণ।

Comments