জিরো সাম গেম (Zero Sum Game)

ছোটবেলায় আমরা সব ভাইরা মিলে ফুটবল খেলতাম। কেউ না কেউ তো হারতাম ই প্রতিদিন, কিন্তু এই হারটাই ছিলো ভীষণ দুঃখের, অপমানের। তখন আব্বা একটা কাজ করতেন, দুই দলের ই হাত উঁচু করে বলতেন দুদলই জয়ী। কিন্তু আমরা ভুলতাম না। আমরা ঠিকই দুঃখ কষ্ট নিয়ে প্রতিশোধস্পৃহায় অপেক্ষা করতাম, পরেরদিন ওদের হারাতেই হবে।। কেননা ফুটবল গেমটা ছিলো একটা “জিরো সাম গেম” (Zero Sum Game) এই গেম এ কাউকে না কাউক জিরো হতেই হয়, আর অন্যকে হিরো। ফুটবলের মতোই আরো অনেক গেম আছে, যেগুলো আসলে জিরো সাম গেম। যেমন- দাবা, ব্যাডমিন্টন, ক্রিকেট এইসব ই আসলে জিরো সাম গেম। যাতে এক পক্ষ হারবে, আর অন্য পক্ষ জিতবে। একই সাথে দু’দল ই হারতে অথবা জিততে পারবে না। এটাই আসলে জিরো সাম গেমের মূল কনসেপ্ট।
অর্থাৎ এমন একটি সিচুয়েশনকে বুঝাতে জিরো সাম গেম বুঝানো হয়, যেখানে একজনের লাভে অন্যজনের লোকসান হয়। একই সাথে দুই পক্ষই লাভ করতে পারে না!
জিরো সাম গেম ধারণাটির উৎপত্তি মূলত এপ্লাইড ম্যাথেমেটিক্স এর একটি শাখা “গেম থিওরি” (Game Theory) হতে হলেও বর্তমানে এটি সোসাল সায়েন্সের ডিসিপ্লিন গুলো ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করেছে। বিশেষত ইকনমিক্স এবং পলিটিকাল সায়ন্সে এর সর্বোচ্চ ব্যাবহার চোখে পড়ে। যেমন- পলিটিকাল সায়েন্সে সব নির্বাচনকে ই জিরো সাম গেম ভাবা হয়, কেননা এখানে একদল জেতে এবং অপরদলকে অবশ্যই হারতে হয়।
অনেক রাষ্ট্রবিজ্ঞানী পলিটিকাল রিসোর্সের ডিস্ট্রিবিউশনকেও জিরো সাম গেম বলে মনে করেন। কেননা এখানে এক গ্রুপ কিছু resource অর্জন করলে অন্য গ্রুপকে সে resource টুকু হারাতে হয়। যেমনটি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভাবেন বাস্তববাদী (Realist) রা। তাদের মতে পুরো পৃথিবীর সম্পদ হলো জিরো সাম। এখানে এক দেশ কিছু অর্জন করলে অন্য দেশকে সেই অবশ্যই সেই অর্জনটুকুর লোকসান করতে হয়। তেল সম্পদ হলো এর প্রকৃষ্ট উদাহরণ। পৃথিবীতে তেল সম্পদের সঞ্চয় নির্দিষ্ট। এই তেল সম্পদ একদল পেলে অপর দল কে অবশ্যই বঞ্চিত হতে হবে। কেননা সারা পৃথিবীতে তেলের খনি নেই। এবং এটিকে উৎপাদন ও করা যায় না।
মূলত এই জিরো সাম গেমের উপরে ভিত্তি করেই বাস্তববাদী রাজনীতিকে আমরা অনেক সময় যুদ্ধ কিংবা আগ্রাসনের পক্ষে মতামত দিতে দেখতে পাই।

তবে পলিটিকাল সায়েন্স কিংবা ইকোনমিকস এ জিরো সাম গেম এর ক্ষেত্রটি পরিমিত। সব phenomenon অথবা conflict situation ই এখানে জিরো সাম গেমের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে কখনও কখনও Non Zero Sum ঘটনাও ঘটতে পারে। যেমন কোন কোন ইকনমিক কম্পিটিশনের ক্ষেত্রে দুই পক্ষই লাভ করতে পারে। আবার সম্পুর্ণ বিপরীতটাও ঘটে, যুদ্ধের ক্ষেত্রে, যেখানে দু’ দলই ক্ষতির সম্মুখীন হয়।

Comments

  1. জিরো সাম গেম কি তাহলে বাস্তব বাদ

    ReplyDelete

Post a Comment